maku class 7 question answer । মাকু গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ পঞ্চম অধ্যায়

       মাকু
       লীলা মজুমদার
মাকু । maku । class 7 । প্রশ্ন উত্তর 
মাকু গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ পঞ্চম অধ্যায়

maku class 7 question answer

মাকু গল্পের চতুর্থ  অধ্যায় এর সারাংশ 

জাদুকর খেলা দেখিয়ে মঞ্চে পরিদের রানিকে নিয়ে এল। তাকে দেখে সোনা আর টিয়ার তো মুখ হাঁ, এত সুন্দরী দেখতে। এরপর ওরা গেল হোটেলওয়ালাকে রান্নায় সাহায্য করতে। সেখানে হোটেলওয়ালার মুখে শুনল এই জঙ্গলে আগে জনবসতি ছিল। তারা দেখল হোটেলওয়ালার স্বর্গের সুরুয়ার রহস্য। হোটেলওয়ালা তার দাড়ি, গোঁফ সুরুয়ার হাঁড়িতে ফেলে রান্না করছে। তারপর ওরা সেখান থেকে গেল ঘাসের মাঠে জানোয়ারদের খেলা দেখতে। রাস্তায় মাকুর সাথে দেখা।খরগোশ না-পেয়ে মাকু ফিরে আসছে। ঘাসের মাঠে গিয়ে তারা জানোয়ারদের খেলা দেখল। সেই খেলা দেখার পর আবার ফিরে আসবার সময় দেখল পুলিশের পোশাক পরা একটা লোক। ওরাতো ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে এল। এসে দেখে হোটেলওয়ালার কাছেও কালো পোশাক পরা একজন। ওরা চান করে খেয়ে নিল। এর মধ্যে সার্কাসের লোকেরাও এসে উপস্থিত। তারা খেতে বসেছে এমন সময় সং এসে খবর দেয় যে জঙ্গলে পেয়াদা ঢুকেছে। সঙ্গে সঙ্গে সবাই থালা হাতে হাওয়া হয়ে যায়। হোটেলওয়ালা মানুষে নিয়ে গাছ-ঘরে ঘুম দেয়।

১. সংক্ষেপে উত্তর দাও:

১.১. পরিদের রানির পরনে কী রঙের পোশাক ছিল?

উত্তর। পরিদের রানির পরনে গোলাপি রঙের পোশাক ছিল।

১.২. সং সপ্তাহে কতবার পোস্ট অফিসে যায় এবং কেন?

উত্তর। সং সপ্তাহে দু-তিনবার পোস্ট অফিসে যায়। সে খোঁজ নেয় তার কাটা লটারির টিকিটের কোনো খবর এল কি না। 

১.৩. হোটেলওয়ালা কী দিয়ে সুরুয়া রান্না করে। 

উত্তর। হোটেলওয়ালা তার দাড়ি-গোঁফ দিয়ে সুরুয়া রান্না করে।

১.৪. ক-টা বাঁদর খেলা দেখাতে এসেছিল? 

উত্তর। চারটে বাঁদর খেলা দেখাতে এসেছিল।

১.৫. জঙ্গলে ওরা সে-দিন ক জন লোককে দেখেছিল? 

উত্তর। জঙ্গলে ওরা সে-দিন দুজন নতুন লোককে দেখেছিল।

১.৬. পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা কোথায় লুকিয়েছিল।

উত্তর। পুলিশের ভয়ে সোনা ও টিয়াকে নিয়ে হোটেলওয়ালা গাছ ঘরে লুকিয়েছিল।

২. শূন্যস্থান পূরণ করো।

২.১ তিনটি করে বড়ো বড়ো __ দিয়ে উনুনে তৈরি হয়েছে।

উত্তর। তিনটি করে বড়ো বড়ো পাথর দিয়ে উনুনে তৈরি হয়েছে।

২.২. সং হপ্তায় _____ বার গাঁয়ের পোস্ট অফিসে যায়।

উত্তর। সং হস্তায় তিন বার গাঁয়ের পোস্ট অফিসে যায়।

২.৩. _____কত ভয়ে ভয়ে শুকোতে দিতে হয়, তাও কেউ জানে না।

উত্তর। দড়িটাকে কত ভয়ে ভয়ে শুকোতে দিতে হয়, তাও কেউ জানে না।

২.৪. __থেকে পাউডার বার করে ওরা মুখে সাদা করে মেখে নিল।

উত্তর। পাটুলি থেকে পাউডার বার করে ওরা মুখে সাদা করে মেখে নিল।

২.৫. চারিদিক _____ গন্ধে মো- মো করছে। উত্তর। চারিদিক পায়েসের গন্ধে মো-মো করছে।

৩. পরির রানিকে দেখতে কেমন ও তার পোশাকের সংক্ষিপ্ত বিবরণ দাও।

উত্তর। পরির রানির গোলাপি মুখে সুন্দর কালো কালো চোখ। মাথায় সোনালি চুল। গায়ে রুপালি পোশাক।

৪. হোটেলওয়ালার সুরুয়া রান্নার পদ্ধতি কীরূপ?

উত্তর। হোটেলওয়ালার সুরুয়ার মধ্যে তার মুখের দাড়ি-গোঁফ খুলে ফেলে দেয়। সেই দাড়ি-গোঁফ সেদ্ধ হয়। সেই সুরুয়াই লোকে স্বর্গের সুরুয়া বলে যায়।



মাকু গল্পের পঞ্চম অধ্যায় এর সারাংশ 

কিছুক্ষণ ওরা গাছ ঘরে লুকিয়ে থাকে। সেখানে সেই কালো পোশাকের লোকটাকেও দেখতে পায়। ওরা প্রথমে ভয় পেলেও পরে দেখে এই লোকটা সেই ঘড়িওয়ালা। এদিকে হোটেলওয়ালা বলে যে সং তার টিকিটের আধখানা রাখতে দিয়েছিল, সেটা সে হারিয়ে ফেলেছে। টিয়া তাকে খুঁজে দেবার আশ্বাস দেয়। ঘড়িওয়ালা দুঃখ করে বলে সে সতেরো বছরের অক্লান্ত পরিশ্রমে মাকুকে বানিয়েছিল। কিন্তু সেই মাকুর আবদারের ভয়েতে তাকে এখন পালাতে হচ্ছে। সে মাকুর উপর ভয়ানক রেগে যায়। বলে মাকুকে সামনে পেলে সে স্ক্রু ড্রাইভার দিয়ে তাকে খুলে ফেলবে। আর পুলিশের কাছে নিয়ে যাবে। টিয়া আর সোনা ঠিক করে যে তারা মাকুকে একটা বাঘ ধরার ফাঁদে ফেলে আপাতত আটকে রাখবে। তারা জঙ্গলে গিয়ে সেইমতো ব্যবস্থা করে। কিন্তু সেই ফাঁদে পড়ে যায় একজন পুলিশ।

১. শূন্যস্থান পূরণ করো:

১.১. সেই কালিয়ার বনের __ নয়তো।

উত্তর। সেই কালিয়ার বনের ভয়ংকর নয়তো।

১.২. আর __ হয়ে ঘুরতে ভালো লাগে না। উত্তর। আর ফেরারি হয়ে ঘুরতে ভালো লাগে না। ১.৩. তাহলে ___ গর্তেই ফেলে দাও।

উত্তর। তাহলে বড়ো গর্তেই ফেলে দাও।

১.৪. দু-মাস মাকুর খেলা দেখালে অমনি কত _____ হাজার উঠে আসবে।

উত্তর। দু-মাস মাকুর খেলা দেখালে অমনি কত পাঁচ হাজার উঠে আসবে।

১.৫. আমি মাকুকে __ কল দেবো।

উত্তর। আমি মাকুকে কাদার কল দেবো।

১.৬. সেই __ খুঁজে খুঁজে হয়রান হচ্ছি।

উত্তর। সেই ইস্তক খুঁজে খুঁজে হয়রান হচ্ছি।

২. সংক্ষেপে উত্তর দাও :

 ২.১. ঘড়িওয়ালা সম্পর্কে হোটেলওয়ালার কে হয়?

 উত্তর। ঘড়িওয়ালা সম্পর্কে হোটেলওয়ালার ভাই হয়।

২.২. হোটেলওয়ালা কী হারিয়ে ফেলেছে?

 উত্তর। হোটেলওয়ালা সং-এর টিকিটের আধখানা হারিয়ে ফেলেছে।

২৩ ঘড়িওয়ালা কতদিন ধরে মাকুকে বানিয়েছিল? 

উত্তর। ঘড়িওয়ালা প্রায় সতেরো বছর ধরে মাকুকে বানিয়েছিল।

২.৪. জঙ্গলে যারা থাকে তাদের কে খুঁজছিল।

উত্তর। জঙ্গলে যারা থাকে তাদের পেয়াদা খুঁজছিল। 

২.৫. পেয়াদা সোনাদের ধরতে গিয়ে কোথায় পড়ে গেল?

উত্তর। পেয়াদা সোনাদের ধরতে দিয়ে ফাঁদপাতা গর্তে পড়ে গেল। 

৩। ঘড়িওয়ালার মাকুকে বানাবার একটা সংক্ষিপ্ত বর্ণনা দাও।

উত্তর। ঘড়িওয়ালা প্রায় সতেরো বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মাকুকে বানিয়েছে। বাড়িঘর ছেড়ে সে ঘড়ির কারখানায় পড়ে থাকত। ম্যানেজার তাকে তাদের নীচে শুতে দিত, আর ছাইপাঁশ খেতে দিত। সে রাত জেগে জেগে গুদাম থেকে সব বিলিতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুকে বানিয়েছে।

৪. জঙ্গলের ফাঁদগুলির একটি সংক্ষিপ্ত বর্ণনা দাও।

উত্তর। জঙ্গলে ফাঁদ পাতার কয়েকটি পুরোনো গর্ত আছে। সেইগুলি বাঘ ধরার ফাঁদ না শুয়োর ধরার সে নিয়ে মতান্তর আছে। ফাঁদগুলি বহুদিনের পুরোনো। তাই এখন উপরটা লতাপাতাতে ঢেকে গিয়ে বুজে গেছে। কিন্তু তার উপর একবার পা পড়লে লোকজন বা জন্তুজানোয়ার তার ভেতরে পড়বে।

আরও পড়ুন 

মাকু গল্পের প্রশ্ন উত্তর ষষ্ঠ সপ্তম অধ্যায়

মাকু গল্পের প্রশ্ন উত্তর প্রথম  অধ্যায় 

মাকু গল্পের প্রশ্ন উত্তর দ্বিতীয় তৃতীয়  অধ্যায়

cover this topics

মাকু গল্পের প্রশ্ন উত্তর class 7
মাকু বইয়ের প্রশ্ন উত্তর
মাকু গল্পের প্রশ্ন উত্তর তৃতীয় পর্ব
মাকু গল্পের প্রশ্ন উত্তর 5 অধ্যায়
মাকু গল্পের প্রশ্ন উত্তর চতুর্থ অধ্যায়
মাকু গল্পের প্রশ্ন উত্তর pdf

maku class 7 pdf
maku class 7 question answer
class 7 bengali maku question answer
maku lila majumdar class 7
class 7 bengali question answer
maku story class 7
class 7 maku question answer pdf

মন্তব্যসমূহ