সপ্তম শ্রেণীর ভূগোল চতুৰ্থ অধ্যায় ভূমিরূপ । Class 7th Geography Fourth Chapter Question Answers bhumirup । landform

সপ্তম শ্রেণীর ভূগোল
 চতুৰ্থ অধ্যায়
ভূমিরূপ 

পৃথিবীতে প্রধানত তিন রকমের ভূমিরূপ দেখা যায়। ভূমিরূপ মূলত দু'রকমের শক্তির দ্বারা তৈরি হয়েছে। একটা হল পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ শক্তি আরেকটি বাইরের শক্তি। পৃথিবীর ভিতরকার শক্তি ফলে পাহাড়, পর্বত,মালভূমি, সমভূমি সবরকমের ভূমিরূপ তৈরি হয়। বাইরের শক্ত নদী, বায়ু, হিমবাহ, সমুদ্রের তরঙ্গের শক্তি এই সমস্ত প্রাকৃতিক শক্তিগুলো ভূমিরূপ-এর বৈচিত্র্য তৈরি করে।

সপ্তম শ্রেণীর ভূগোল চতুৰ্থ অধ্যায় ভূমিরূপ । Class 7th Geography Fourth Chapter Question Answers bhumirup । landform



উৎপত্তি অনুযায়ী পর্বত তিন ধরনের হয়। ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত। 

দুপাশের পাড়ের প্রবল চাপ,মাঝখানের ভূ-ভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। আলোড়নের ফলে ভূখণ্ড উঁচু হয়ে স্তূপ পর্বত সৃষ্টি হয়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হয় আগ্নেয় পর্বত। এশিয়ার হিমালয়, ইউরোপের আধস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ ভঙ্গিল পর্বত, ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ – স্তূপ পর্বত। ইতালির ভিসুভিয়াস এটনা, আফ্রিকার কিলিমাঞ্জারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার জাকাতোয়া—আগ্নেয় পর্বত।

উৎপত্তি আর অবস্থানানুসারে মালভূমির আকৃতি ও প্রকৃতি প্রচুর বৈচিত্র্য আছে। যেমন—পর্বতবেষ্ঠিত মালভূমি,হিমালয় ও কুয়েনলুন পর্বত শ্রেণির মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি (৩,৬৫৫ মিটার উঁচু) পৃথিবীর বৃহত্তম মালভূমি।

দক্ষিণ আফ্রিকার পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টকটিক, গ্রিনল্যান্ড-এর বিস্তীর্ণ অংশ জুড়ে আছে মহাদেশীয় মালভূমি। অগ্ন্যুৎপাতের সময় লাভা বেরিয়ে তৈরি হয় লাভা গঠিত মালভূমি। নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলে ব্যবিচ্ছিন্ন মালভূমি। যেমন ছোটোনাগপুর মালভূমি। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি 'পামীর মালভূমি' একে 'পৃথিবীর ছাদ' বলে।

পৃথিবীর ভিতরকার শক্তি ও বাইরের প্রাকৃতিক শক্তি দু'ধরনের প্রভাবেই অনেক ধরনের সমভূমি তৈরি হয়। পলিগঠিত সমভূমি—ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি। লাভা সমভূমি-দাক্ষিণাত্যের উত্তর অংশের সমভূমি, মরুভূমির পলি সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি (Loesh Plain) |

 মানুষের জীবনে ভূমিরূপের প্রভাব :

ভূমিরূপের সঙ্গে মানুষের সম্পর্ক নিবিড়। উঁচু পর্বতের বরফগলা জ্বলে নদীর সৃষ্টি হয়। জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাঁধা পেয়ে বৃষ্টি হয়। উয় ও শীতল বায়ুপ্রবাহকে অটিকায়। পর্বতের পাশগুলো ভালো পশুচারণ ক্ষেত্র। পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদী জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক। তাছাড়া প্রাকৃতিক সৌন্দর্য, আরামদায়ক আবহাওয়া আকর্ষণীয়।

মালভূমি অঞ্চলের বৃষ্টি কম হওয়ায় পশুচারণের অনুকূল পরিবেশ পাওয়া যায়। খনিজ সম্পদে সমৃদ্ধ হয় মালভূমি অঞ্চল। 

সমভূমি অঞ্চল অত্যন্ত উর্বর হয়। নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে ওঠে এখানেই। বর্তমানে বেশিরভাগ শহর, নগর,জনপদ সবই সমভূমি অঞ্চলে অবস্থিত

 সংক্ষিপ্ত উত্তর দাও :

(১) ভূমিরূপ তৈরির দুরকম শক্ত কী কী?

উত্তর। ভূমিরূপ তৈরির মূলত দুরতম শক্তির দ্বারা তৈরি হয়েছে একটা হল পৃথিবীর ভিতরকার শক্তি আর অন্যটা বাইরের শক্তি বা বহির্জাত শক্তি।

(২) পৃথিবীর ভিতরকার শক্তি কী?

উত্তর। ভূ-অভ্যওরে সারাক্ষণই আলেডন হচ্ছে। ভূপৃষ্ঠে অনেকগুলো ছোটো, বড়ো পাত নিয়ে গঠিত মহাদেশ,মহাসাগরগুলো এইসাতগুলোর ওপরে আছে। তার পাতগুলো একটা থকথকে (সান্দ্র) স্তরের (অ্যাসঙ্গে পোস্টিমার) ওপর ভাসছে। ভাসতে ভাসতে পাত্রগুলো কখনও পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায়, আর কখনও দূরে সরে যায়। তখন ভূ-আলোড়নের সৃষ্টি হয়। এটা পৃথিবীর ভিতরকার শক্তি।

(৩) পৃথিবীর ভিতরকার শক্তির প্রভাবে কী কী ভূমিরূপ তৈরি হয় ? 

উত্তর। পৃথিবীর ভিতরকার শক্তির প্রভাবে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি সবরকম ভূমিরূপ তৈরি হয়।

(৪) পৃথিবীর বাইরের শক্তি কী?

উত্তর। বাইরের শক্তি হল নদী, যয়ু, হিমবাহ, সমুদ্র তৈরির শক্তি। এই সমস্ত প্রকৃতিক শক্তিগুলো ভূমিরূপ ওপর সবসময় কাজ করে কখনও ক্ষয় করে উচ্চতা কমিয়ে দেয়, আবার কোথাও সঞ্চয় করে ভূমিরূপ এর বৈচিত্র্য তৈরি করে।

(৫) ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর। দুটো ভাসমান পাত প্রবল চাপে হাঝখানের ভূ-ভাগ ভক্তি খেয়ে উঁচু হয়ে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়।যেমন এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আধস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা সবই ভঙ্গিল পর্বত (Fold Mouintain) |

(৬) স্তূপ পর্বত কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর। ভূ-আলোড়নের ফলে এই হ্যাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে উঠতে পারে অথবা দুপাশের ভূখণ্ড নীচে বসে গিয়ে মাঝখানের ভূখণ্ড স্তূপ-এর মতো পর্বত সৃষ্টি করতে পারে। যেমন ভারতের সাতপুরা। পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ এরকম স্তূপ পর্বত।

(৭) আগ্নেয় পর্বত কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর। আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোটো ছোটো পাথর বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে তিনকোণা শত্রুর মতো একরকমের পর্বত সৃষ্টি হয় যাকে বলে আমের পর্বত। যেমন ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমাপ্পারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্লাকাতোয়া এরকম আগ্নেয় পর্বত।

(৮) পর্বতের তিনটি বৈশিষ্ট্য কী?

উত্তর। (১) সাধারণত: ৯০০ মিটারের বেশি উঁচু, অনেক দূর বিস্তৃত, শিলা দ্বারা গঠিত ভূমিরূপ হল পর্বত (Mouintain)। (২) পৃথিবীর স্থলভাগের প্রায় চার ভাগের এক ভাগ পর্বতময়। (৩) পর্বতের বেশিরভাগ অংশই খাড়া ঢালযুক্ত আর খুব উঁচু-নীচু হয়।

(৯) পৰ্বতৰেষ্টিত মালভূমির উদাহরণ দাও।

উত্তর। হিমালয় এবং কুয়নেলুন পর্বত শ্রেণির মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি।

(১০) মহাদেশীয় মালভূমির উদাহরণ দাও।

উত্তর। দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড-এর বিস্তীর্ণ অংশ জুড়ে আছে মহাদেশীয় মালভূমি (Continental Pleates)।

(১১) লাভা গঠিত মালভূমি কাকে বলে?

উত্তর। অগ্ন্যুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেকদূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি এরকম লাভাগঠিত মালভূমি।

(১২) 'পৃথিবীর ছাদ' কাকে বলে?

উত্তর। পামীর মালভূমি (৪,৮৭৩ মিটার উঁচু), পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে একে 'পৃথিবীর ছাদ' বলে। তিব্বত মালভূমি, ভারতের লাদাখ মালভূমি সবচেয়ে উঁচু মালভূমি।

(১৩) পলিগঠিত সমভূমির উদাহরণ দাও।

উত্তর। ভারতের সিন্ধু-গঙ্গা-ব্রহপুত্রের সমভূমি পলিগঠিত সমভূমি।

(১৪) লাভা সমভূমির উদাহরণ দাও।

উত্তর। দাক্ষিণতোর উত্তর অংশের সমভূমি লাভা সমভূমি।

(১৫) লোয়েস সমভূমি কাকে বলে?

উত্তর। মরুভূমির বালি বহুদুরে উড়ে গিয়ে সজ্জিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি (Loesh Plain) |

(১৬) সমভূমির তিনটি বৈশিষ্ট্য লেখো।

উত্তর। কোনও নীচু সমতল, বিস্তীর্ণ ভূমিরূপ হলে সমভূমি (Plain)। (২) সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না ( ৩০০ মিটারের কম হয়)। (৩) সমভূমির উপরিভাগ সমতল বা সামান্য ঢেউ খেলানো হয়।




জনজীবনে ভূমিরূপের প্রভাব

(১) আমাদের জনজীবনের উপর পর্বতের তিনটি প্রভাব কী?

উত্তর। (i) উঁচু পর্বতের বরফ-গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারাবছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। (ii) লীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতের বৃষ্টিপাত ঘটায়। (ii) পার্বত্য অঞ্চলে সাধারণত: মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে।

(২) আমাদের জনজীবনে মালভূমির তিনটি প্রভাব লেখ।

উত্তরঃ (১) বেশিরভাগ বড় বড় মালভূমিগুলোর প্রাণ সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত। বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়। (২) বেশিরভাগ মালভূমি অঞ্চল

প্রচুর পরিমাণে খনিজ সম্পদে সমৃদ্ধ। (ii) মালভূমি অনে পরিমাণে চাষবাস করা যায়।

• শূন্যস্থান পূরণ করো :

(১) ভূ-পৃষ্ঠের ছোটো বড়ো পাতগুলি থকথকে (সান্দ্র) ____ স্তরের ওপর ভাসছে।

উত্তর। অ্যাসথেনোস্ফিয়ার।

(২) আরাবল্লী পর্বতের চূড়া ____ নয়। 

উত্তর। সূঁচালো।

(৩) ____ একটি ভগিল পর্বতমালা।

উত্তর। এশিয়া মহাদেশের হিমালয়।

(৪) মাউন্ট এভারেস্টের উচ্চতা ___ মিটার। 

উত্তর। ৮,৮৪৮ মিটার।

(৫) পর্বতশ্রেণি বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় মিশলে ___ তৈরি হয়। 

উত্তর। পর্বতগ্রন্থি।

(৬) তিব্বত মালভূমির উচ্চতা ___ মিটার উঁচু।

উত্তর। ৩,৬৫৫ মিটার।

(৭) মালভূমিকে ____ বলে। 

উত্তর। টেবিল ল্যান্ড।

(৮) ভারতের ____ মালভূমি উচ্চ মালভূমি।

উত্তর। লাডাক মালভূমি।

(৯) সমভূমির উপরিভাগ ____। 

উত্তর। সমতল।

(১০) পার্বত্য অঞ্চলে ___ নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক।

উত্তর। খরস্রোতা।

(১১) পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল ____। 

উত্তর। সমভূমি অঞ্চল।

 ভুল সংশোধন :

(১) ভূ-অভ্যন্তরে কখনো কখনো আলোড়ন হচ্ছে।

উত্তর। ভূ-অভ্যন্তরে সারাক্ষণ আলোড়ন হচ্ছে।

(২) পৃথিবীর ভিতরকার শক্তি হল নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গে শক্তি।

উত্তর। পৃথিবীর বাইরের শক্তি হল নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গে শক্তি

(৩) ফ্রান্সের ভোজ একধরনের আগ্নেয় পর্বত।

উত্তর। ফ্রান্সের ভোজ একধরনের স্তূপ পর্বত।

(৪) কিলিমাঞ্ঝারো একটি ভঙ্গিল পর্বত।

উত্তর। কিলিমাঞ্জারো একটি আগ্নেয় পর্বত

(৫) একটি নবীন পর্বত হলো আরাবল্লী।

উত্তর। একটি প্রাচীন পর্বত হল আরাবল্লী।

(৬) পর্বতশৃঙ্গগুলি এক জায়গায় মিশলে পর্বতগ্রন্থি তৈরি হয়।

উত্তর। পর্বতশৃঙ্গাগুলি এক জায়গায় মিশলে পর্বতশ্রেণি তৈরি হয়।

(৭) ছোটনাগপুর মালভূমি একটি লাভা গঠিত মালভূমি।

উত্তর। ছোটোনাগপুর মালভূমি ব্যবচ্ছিন্ন মালভূমি।

(৮) সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু হয়।

উত্তর। সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না।

(৯) একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা মালভূমিগুলিতে গড়ে উঠেছে।

উত্তর। একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা সমভূমিগুলিতে গড়ে উঠেছে।

• সত্য-মিথ্যা :

(১) পৃথিবীর বাইরের শক্তির প্রভাবে মালভূমি, সমভূমি তৈরি হয়।

উত্তর। মিথ্যা।

(২) হিমালয় একটি প্রাচীন পর্বত।

উত্তর। মিথ্যা।

(৩) ইউরোপের আল্পস পর্বতমালা একটি ভঙ্গিল পর্বত।

উত্তর। সত্য।

(৪) দুটো পর্বতচূড়ার মাঝে নীচু খাতের মতো অংশটা হল পর্বত উপত্যকা।

উত্তর। সত্য।

(৫) কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর সবচেয়ে উঁচু শৃঙ্গ।

উত্তর। মিথ্যা।

(৬) মহাদেশীয় মালভূমি খুব উঁচু ও বিস্তৃত হয়।

উত্তর। মিথ্যা।

(৭) পামীর মালভূমিকে ‘পৃথিবীর ছাদ’ বলা হয়।

উত্তর। সত্য।

(৮) নীচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হল সমভূমি।

উত্তর। মিথ্যা।

(৯) মালভূমি অঞ্চল পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল।

উত্তর। মিথ্যা।

(১০) সমভূমি অঞ্চলে মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে।

উত্তর। মিথ্যা।


সপ্তম শ্রেণীর ভূগোল চতুৰ্থ অধ্যায় ভূমিরূপ

Class 7th Geography Fourth Chapter Question Answers bhumirup । landform

পাঠ্যাংশের প্রশ্নোত্তর

প্রশ্ন। ছবিগুলো দেখে খিদে খিদে পাচ্ছে?

উত্তর। হ্যাঁ, খুব।

দুদিক মিলছে না। মিলিয়ে দেখো।

প্রশ্ন। এটনা - ডঙ্গিল পর্বত।

আমস - আগ্নেয় পর্বত।

ব্ল্যাকফরেস্ট - ভঙ্গিল পর্বত।

হিমালয় - স্তূপ পর্বত।

উত্তর। এটনা - আগ্নেয় পর্বত।

আল্পস - ভঙ্গিল পর্বত।

ব্ল্যাকফরেস্ট - স্তূপ পর্বত।

হিমালয় - ভঙ্গিল পর্বত।

'মগজাস্ত্র' - ধরতে পারলেই লিখতে পারব।

পর্বত

উচ্চতা : ৯০০ মিটারের বেশি। 

বৈশিষ্ট্য : খাড়া, ঢালযুক্ত,বেশি উঁচু, অনেকদূর বিস্তৃত।

মাউন্ট এভারেস্ট সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। 

বৈশিষ্ট্য : ওপরের দিক সুঁচালো, সরু।

প্রকারভেদ : ভঙ্গিল পর্বত, স্তুপ পর্বত। 

আল্পস, আন্দিজ,ফুজিয়ামা, এটনা।

মালভূমি

উচ্চতা : ৩০০ মিটারের বেশি।

বৈশিষ্ট্য: খাড়া, ঢালযুক্ত।

সর্বোচ্চ মালভূমি-পামীর মালভূমি।

বৈশিষ্ট্য: সমতল, ঢেউ খেলানো উঁচু নীচু।

লাভা গঠিত মালভূমি, পর্বতবেষ্টিত মালভূমি।

উদাহরণ : দাক্ষিণাত্য মালভূমি, তিব্বত মালভূমি।

সমভূমি

উচ্চতা : ৩০০ মিটারের কম। 

বৈশিষ্ট্য : নীচু, সমতল,বিস্তীর্ণ।

সাইবেরিয়া সমভূমি

বৈশিষ্ট্য : উপরের সমতল বা সামান্য ঢেউ খেলানো।

প্রকারভেদ : পলিগঠিত সমভূমি ও লাভা গঠিত সমভূমি।

উদাহরণ : গঙ্গও ব্রহ্মপুত্রের সমভূমি, পম্পাস সমভূমি।


এবার তোমার নিজের অঞ্চলটা সমীক্ষা করে ফেলো:

প্রশ্ন ১। তোমার অঞ্চলটার ভূ-প্রকৃতি সমতল [✔️]

ঢেউ খেলানো [ ] খুবই উঁচু-নীচু [ ]

প্রশ্ন ২। ভূমির ঢাল কেমন? ঢাল প্রায় নেই [✔️] মাঝারি ঢাল [ ] খাড়া ঢাল [ ]

প্রশ্ন ৩। কাছাকাছি কোনও পর্বত আছে? হ্যাঁ [ ]

না [ ]

প্রশ্ন ৪। কাছাকাছি কোনও ছোটো-বড়ো নদী আছে? হ্যাঁ [ ] না [ ]

প্রশ্ন ৫। কাছাকাছি কোনও ঝরনা, জলাধার, বাঁধ আছে? হ্যাঁ [✔️] না [ ]

প্রশ্ন ৬। আশেপাশে কোনও বড়ো বনভূমি বা জঙ্গল আছে? হ্যাঁ [ ] না [ ]

প্রশ্ন ৭। অঞ্চলটাকে কী মনে হয়? পার্বত্য অঞ্চল [ ] সমভূমি অঞ্চল [ ] মালভূমি অঞ্চল [✔️]

প্রশ্ন ৮। মানুষের প্রধান জীবিকা কী?

উত্তর। কৃষিকাজ ও ব্যাবসা।

প্রশ্ন ৯। কাছাকাছি কোনও বড়ো পাকা রাস্তা, রেললাইন আছে?

উত্তর। হ্যাঁ, আছে।

প্রশ্ন ১০। পাকারাস্তা বা রেললাইন থেকে তোমার বাড়িটা কত দূরে?

উত্তর। ৭০০ মিটার।

প্রশ্ন ১১। কাছাকাছি কোনও স্কুল, হাসপাতাল, ব্যাঙ্ক, পোস্টঅফিস, রেললাইন থাকলে তা তোমার বাড়ি থেকে কতটা দূরে আছে?


উত্তর। ৪০০ মিটারের মধ্যে।

প্রশ্ন ১২। তোমার বাড়ি এবং আশেপাশে বাড়িগুলো পাকা [✔️] কাঁচা [ ]

প্রশ্ন ১৩। বাড়িগুলি ঘনঘন [✔️] ফাঁকা ফাঁকা [ ]

প্রশ্ন ১৪। জায়গাটা গ্রাম [ ] শহর [ ] মফস্বল [ ]

মজার খেলা – শব্দসন্ধান - নিজে কর  

ওপর-নীচ

১. জাপানের একটি আগ্নেয় পর্বত

২. দক্ষিণ আমেরিকার সমভূমি

৩. আমেরিকার ভঙ্গিল পর্বত

৪. ভারতের একটা স্তূপ পর্বত

৫. ফ্রান্সের একটা স্তূপ পর্বত

পাশাপাশি

৬. এশিয়ার ভগিল পর্বত

৭. পৃথিবীর ছাদ

৮. ইউরোপের ভঙ্গিল পর্বত

৯. ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত

১০. দক্ষিণ আমেরিকার ভঙ্গিল পর্বত

মন্তব্যসমূহ